Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উৎপত্তি ও নামকরণ

উৎপত্তি ও নামকরণঃ ১৭৬৩ খ্রিঃ থেকে ফকির আন্দোলনের সময়কালে একটি অংশ পাগলা পন্থীরা এ অঞ্চলে প্রবেশ করে ও পরবর্তী সময় টিপু শাহ্ নেতৃত্বে কৃষক বিদ্রোহ চলাকালীন সময়ে অনেক আন্দোলনকারী নেতা উক্ত অঞ্চলে প্রভাব ফেলে। তারা ইংরেজ বিরোধী আন্দোলনে অংশ গ্রহণ করার জন্য কৃষকদের সংগঠিত করতে থাকে।  ফলে ইংরেজ সৈন্য বাহিনীর পদচারণায় ও সৈন্য শিবির স্থাপনে গ্রামগুলো হয়ে উঠে উষ্ণ। এতে করে ইংরেজ সৈন্য বাহিনীরাও নিরাপদ আশ্রয়ের সন্ধানে বৌহাটী ও বরম্নয়াটী গ্রামের অদূরে নৌ যোগাযোগের সুবিধার্থে বরম্নহাটী গ্রামের নাম করণের অনুকরণে গড়ে তুলে অপর জনপদ যা তৎকালে ব্রাহাট্টা নামে পরিচিতি লাভ করে। বর্তমানে ব্রাহাট্টা এখন বারহাট্টা নামে পরিচিতি পেলেও বারহাট্টা রেল স্টেশনের নাম ফলকখানা প্রাচীন ব্রাহাট্টা নামে স্মৃতি বহন করে চলছে। ব্রাহাট্টা নামের নামকরণ ১৮০০ শতকের প্রথম পর্যায়ে অথবা ১৭০০ শতকের শেষ পর্যায়ে অর্থাৎ নাটেরকোণায় ইংরেজ সৈন্য বাহিনীর অবস্থানকালীন সময়ের বলে অনেক ঐতিহাসিকগণ অনুমান করেন।