Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
কবি নির্মলেন্দু গুন এর রামসুন্দর পাঠাগার
বিস্তারিত

বাংলাদেশের শ্রেষ্ঠ পুরুষ কবি, কবি নির্মলেন্দু গুন । কবির গ্রামের বাড়ি বারহাট্টা সদর ইউনিয়নের কাশতলা গ্রামে  । কবি তার বাড়িতে ছাত্র-ছাত্রী এবং দর্শনার্থীদের জন্য একটি পাঠাগার স্থাপন করেন । নাম রামসুন্দর পাঠাগার, স্থাপিত :-২০০৯ ইং সাল । কবি নির্মলেন্দু গুন এর দাদার নাম ছিল রামসুন্দর গুন আর উনার নামঅনুসারে পাঠাগারের নাম করন করা হয় "রামসুন্দর পাঠাগার" । কবির এই পাঠাগারের পাশেই স্থাপন করেছেন বীনা-পানি সংগ্রহশালা, কবির বিভিন্ন অর্জনের পুরস্কার এই সংগ্রহশালায় সংরক্ষিত আছে । আরো স্থাপন করেছেন মনোমুগ্ধকর সাংস্কৃতিক এবং নাট্য অনুষ্ঠানের জন্য "বীরচরণ মঞ্চ" । সম্প্রীতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঠের ভাস্কর্য তৈরী করেছেন বারহাট্টা গোপালপুর বাজার বাসিন্দা জনাব, শিল্পী গোলাম মোস্তফা । উক্ত ভাস্কর্যটি বীনা-পানি সংগ্রহশালায় সংরক্ষিত আছে ।